Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

৭নং ইউনিয়ন পরিষদদের ভৌগোলিক অবস্থান

 

ম্যাপ-এ অবস্থান ( অক্ষাংশ ও দ্রাঘিমাংশ )  DMS (Degrees, minutes, and seconds):   25°36'35.5"N 88°35'15.6"E

 DD (Decimal, Degrees):   25.609872, 88.587677

 আয়তন ১৯৪.২৫ বর্গ কিঃমিঃ (৭৫ বর্গ মাইল)
 সীমানা  ২নং ফরক্কাবাদ ইউনিয়ন-এর দক্ষিনে, দিনাজপুর পৌরসভা-এর পশ্চিমে,  ১১নং পলাশবাড়ী ইউনিয়ন-এর উত্তরে এবং বিরল পৌরসভা-এর পুর্বে বিজোড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত।
 জলবায়ু ও পরিবেশ   দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত বিজোড়া ইউনিয়নের জলবায়ু অপেক্ষাকৃত শুষ্ক এবং চরমভাবাপন্ন। বাংলাদেশের অন্যান্যস্থানের তুলনায় দিনাজপুরের এ অঞ্চলে শীতকাল দীর্ঘস্থায়ী হয়। অক্টোবোর মাসের শেষ দিক থেকে একটু একটু শীত শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।গ্রীষ্মকাল মার্চ মাসের প্রথম থেকে শুরু হয় এবং জুন মাসের প্রথম পর্যন্তস্থায়ী হয়। মৌসুমি বায়ু জুন মাসের মধ্যে শুরু হয়ে যায়। এপ্রিল ও মে মাসে ঝড় ও শীলাবৃষ্টি হতে দেখা যায়। বছরের অন্যান্য মাসের তুলনায় জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত বেশি হয়। বড় কোনো নদ-নদী নেই বলে বন্যার কোনো তান্ডবে জনজীবনকে বিপর্যস্ত করেনা । জলোচ্ছ্বাসের বিধ্বংসী রূপ চোখে পড়ে না। নদীর ভাঙ্গনে গ্রাম ও লোকালয়বিলীন হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগমুক্ত এক অনুকূল পরিবেশ রয়েছে এই জনপদটিতে। তাই আবহাওয়ার বৈরিতায় নয়, বরং আনুকূল্যেই এখানে মানুষের জীবন খুঁজে পায় নির্ভরতার অবলম্বন। নিশ্চিন্তে বসবাসের যে নিভৃত ঠিকানাটির জন্য মানুষের রয়েছে আকুলতা তারই সন্ধান মেলে এই বিজোড়া ইউনিয়নে। এখানে বৃষ্টিপাত যা হয় তা মোটামুটি স্বাভাবিক। মাঝে-মধ্যে বৃষ্টিহীনতার কারণে খরার প্রকোপ দেখা দিলেও তা খুব একটা স্থায়ী হয় না। আবার অতি বর্ষণ হলে অতিরিক্ত পানি এর বেলে ও বেলে-দোআঁশ মাটি সহজেই শুষে নিতে সক্ষম হয়। এখানেগ্রীষ্মকালে যে গরম ও তাপ হয় তা সহনীয় মাত্রার। তবে শীতকালে অপেক্ষাকৃত বেশি শীত অনুভুত হয়।  এ ছাড়া বিজোড়া ইউনিয়নের আবহাওয়ায় নেই কোনো চরমভাব। সবকিছুই সহনীয়, নরম ও রমণীয়।এক কথায় জনজীবনের জন্য এক অন্যন্য স্থান হলো আমাদের এই বিজোড়া।